ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের সহযোগিতায় ও হোপ ফর লাইফ প্রকল্পসহ সিআরপি সাভার ও মৌলভীবাজারের আয়োজনে বৃহস্পতিবার কাদিপুর ইউনিয়নের প্রতিবন্ধিদের জন্য ফ্রি মোবাইল স্বাস্থ্য ক্যাম্প অনুষ্টিত হয়। কাদিপুর ইউনিয়ন কমপ্লেক্সে কুলাউড়া উপজেলা প্রতিবন্ধি উন্নয়ন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা রিয়াজ আহমদের সভাপতিত্বে ও সম্পাদক মোঃ ফারুক মিয়ার পরিচালনায় স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান ছালাম। বক্তব্য রাখেন মৌলভীবাজার সিআরপি সেন্টার ম্যানেজার মোঃ সালাউদ্দিন ও সিআরপি সাভার আরডিও মহসীনা সুলতানা।
স্বাস্থ্য ক্যাম্পে মেরুদন্ডে আঘাতপ্রাপ্ত,বাক প্রতিবন্ধি,শারীরিক প্রতিবন্ধি ৭৫ জন শিশু,যুবক ও যুবতী প্রতিবন্ধি রোগীদের বিনামুল্যে চিকিৎসাসহ পরামর্শ প্রদান ও অস্বচছল প্রতিবন্ধি রোগীদের মধ্যে ঔষধ বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য ক্যাম্পে কো-অর্ডিনেটার মোসলেম আলী হাওলাদারের নেতৃত্বে রোগীদের চিকিৎসা প্রদান করেন ডাঃ আহাদুজ্জামান,ডাঃ উদয় কিশোর মহলানবীষ,ডাঃ খোরশেদ আলম,ডাঃ জিম ক্লিনটন মোল্লা। সিলেট প্রজেক্ট অফিসার মোঃ গিয়াস উদ্দিনের তত্বাবধানে ক্যাম্পে সহযোগিতা করেন মাঠ সহকারী রুবেল হক,কেনিশিয়ান মোঃ ইমরান,সঞ্জয় বর্লভ প্রমুখ।