১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ার ১৩ ইউনিয়নে ‘অভিভাবক’ হলেন যারা ! কে কত ভোট পেলেন ?

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১

কুলাউড়ায় ইউনিয়ন নির্বাচনে বিজয়ীরা হলেন
ফেইসবুক শেয়ার করুন

কুলাউড়া সংবাদঃ  কুলাউড়া উপজেলার ১৩ টি ইউনিয়নে ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুসারে ৭টি ইউনিয়নে নৌকা, ৪টি ইউনিয়নে নৌকা বিদ্রোহী এবং ১টিতে বিএনপি সমর্থিত স্বতন্ত্র এবং একটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীরা হলেন-

বরমচাল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান খোরশেদ আহমদ খান (স্বতন্ত্র) ৬৪৩৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবুল হোসেন খসরু।

ব্রাহ্মণবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মমদুদ হোসেন (আ.লীগ, নৌকা) ৮৬৪৫ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ময়নুল হোসেন  খান (স্বতন্ত্র) ৪৫৮২ ভোট,

জয়চন্ডী ইউনিয়নে মো. আব্দুর রব মাহাবুব (আ’লীগ, নৌকা) ৯৫৬৬ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কমর উদ্দিন আহমদ কমরু (স্বতন্ত্র) ৬৪৬২ ভোট

কাদিপুর ইউনিয়নে জাফর আহমদ গিলমান (আ.লীগ, নৌকা) ৭১৩৪ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. হাবিবুর রহমান সালাম (স্বতন্ত্র) ৩০৪৮ ভোট

কুলাউড়া সদর ইউনিয়নে মোছাদ্দিক আহমদ নোমান (আ.লীগ, নৌকা) ৩১১৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নার্গিস আক্তার বুবলি (স্বতন্ত্র) ২৯৮৯ ভোট

টিলাগাঁও ইউনিয়নে মো. আব্দুল মালিক (আ.লীগ, নৌকা) ১০,৩৬৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল মালিক (স্বতন্ত্র) ৬১১৯ ভোট

হাজীপুর ইউনিয়নে ওয়াদূদ বক্স (আ.লীগ, নৌকা) ৬৬৩০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ আব্দুল বাছিত (স্বতন্ত্র) ৩৩২০ ভোট

রাউৎগাঁও ইউনিয়নে মো. আকবর আলী (আ.লীগ, নৌকা) ৪৭২৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আব্দুল জলিল জামাল (স্বতন্ত্র) ৩৫৯১ ভোট

ভাটেরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম (স্বতন্ত্র) ৩৪৮৮ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জুবায়ের সিদ্দিকী (আ.লীগ, নৌকা) ২৭৭৯ ভোট

ভূকশিমইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আজিজুর রহমান (স্বতন্ত্র) ৬৫৯৮ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মইনুল ইসলাম সোহাগ (আ.লীগ, নৌকা) ৫৫০৮ ভোট।

কর্মধা ইউনিয়নে মো. মুহিবুল ইসলাম আজাদ (স্বতন্ত্র) ১১,১২৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  মো. আতিকুর রহমান (আ.লীগ, নৌকা) ৪২৪৯ ভোট

পৃথিমপাশা ইউনিয়নে এম জিমিউর রহমান চৌধুরী (স্বতন্ত্র) ৬৬৭১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নবাব আলী বাকর খাঁন (স্বতন্ত্র) ৩৮২৩ ভোট,

শরীফপুর ইউনিয়নে মো. খলিলুর রহমান (স্বতন্ত্র) ৫৬৭৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  জনাব আলী (স্বতন্ত্র) ২৬৮৫ ভোট

ভোটগ্রহণ শেষে রাতে কুলাউড়া উপজেলা পরিষদ হলরুমে ১৩ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ৬ জন রিটার্নিং অফিসাররা তাদের স্ব স্ব ইউনিয়নের ফলাফল ঘোষণা করেন।

1777 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন