২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

মৌলভীবাজারে করোনায় একই পরিবারের ৫ জনের মৃত্যু

প্রকাশিত: জুলাই ২৯, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

মৌলভীবাজারে করোনায় আক্রান্ত হয়ে একই পরিবারের আপন ভাই-বোনসহ ৪ জন ও উপসর্গ নিয়ে ১ জনসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

করোনায় মৃত্যুবরণকারীরা হলেন, শ্রীমঙ্গলের মির্জাপুর এলাকার একই পরিবারের ছোট ভাই বেনু ভট্টাচার্য্য (৬২) গত রাত সাড়ে ১২ টার দিকে মারা যান। ওই রাত ৪ টার দিকে বড় বোন শীলা ভট্টাচার্য (৭৫)। মারা যান। তারা করোনায় আক্রান্ত হলে সিলেটের একটি হাসাপাতালে আইসিইউতে ৭ দিন ছিলেন। অবস্থার কোন উন্নতি না হওয়ায় ২৮ জুলাই সন্ধ্যায় বাড়ি ফিরেন। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়েভোর ৫টায় শ্রীমঙ্গলের সিরাজনগর গ্রামের আলেয় খাতুন (৩৫) ও সকাল সাড়ে ৭টায় করোনায় রাজনগর উপজেলার সাকেরা চা বাগান এলাকার মিনতি দেব (৬০) মারা যান।

এদিকে ভোর সাড়ে ৬টায় কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের দক্ষিণভাগ এলাকার জয়নাল মিয়া (৪৩) করোনায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সরকারী হিসেবে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেন ৫৬ জন। তবে করোনায় আক্রান্ত মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রাপ্ত তথ্যে বে-সরকাররি হিসেবে জেলার বাহিরে চিকিৎসা নিতে গিয়ে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৭ জন।

 

1145 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন