২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

জগন্নাথপুরে থানায় এসে ৫ আসামির আত্মসমর্পণ

প্রকাশিত: মে ২৫, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মারামারি মামলার ৫ আসামি থানায় এসে আত্মসমর্পণ করেছে। আজ মঙ্গলবার সকালে আসামিরা জগন্নাথপুর থানায় আত্মসমর্পণ করে।

আসামিরা হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামের মৃত কুমেদ রায়ের ছেলে ঝন্টু রায় (৫৩), একই গ্রামের মৃত কুসুম রায়ের ছেলে ভাগবত রায় (৫০), মৃত কানু রায়ের ছেলে জীবন রায় (৪০), খোকা রায়ের ছেলে সুধন রায় (৪০), ভাগবত রায়ের ছেলে দ্বীপ রায় (২০)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামের শাহ আকমল হোসন ও কাজল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায়ই দু’পক্ষের মধ্যে এনিয়ে সংঘর্ষে ঘটনা ঘটে। জগন্নাথপুর থানায় দুইপক্ষের পাল্টাপাল্টি মামলা রয়েছে।

শাহ আকমল হোসনের পক্ষের দায়ের করা দুইটি মারামারির মামলায় আজ ওই ৫ আসামি আত্মসমর্পণ করেন। এরআগে সোমবার বিকেলে কাজল মিয়া পক্ষের দায়ের করা মামলার ৭২ জন আসামির মধ্যে ৩৬ জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার আত্মসমর্পণকারি ৫ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

304 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন