২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় মুসলিম এইড’র রমজানের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: কুলাউড়া উপজেলাধীন ব্রাহ্মণবাজারস্থ মুসলিম এইড কমিউনিটি হাসপাতালের সহযোগিতায় ও মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এর উদ্যোগে দু:স্থ ও হত দরিদ্রদের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।কুলাউড়া মুসলিম এইড কমিউনিটি হাসপাতালে পবিত্র মাহে রমজানের শুরুতে ৪ দিনে প্রায় তিন শতাধিক দু:স্থ ও হত দরিদ্রদের মাঝে ২৫ কেজি পরিমানের রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।মহামারী করোনা ও লকডাউন থাকার কারণে কুলাউড়া উপজেলা প্রশাসনের ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর অনুমতি সাপেক্ষে কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে বাছাইকৃত ব্যক্তির কাছে জনপ্রতি ২৫ শত টাকা মূল্যের রমজানের খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেছেন ব্রাহ্মণবাজার ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, কাদিপুর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান সালাম, মুসলিম এইড কমিউনিটি হাসপাতালের প্রজেক্ট ম্যানেজার ডা: ফয়েজ উল্ল্যাহ ফাহিম, অ্যাডমিন অ্যান্ড এইচআর  অফিসার বেলাল আহমদ চৌধুরী, লিয়াকত আলী মোড়ল, ইমরান আহমদ প্রমুখ।মুসলিম এইড কমিউনিটি হাসপাতালের অ্যাডমিন অ্যান্ড এইচআর অফিসার বেলাল আহমদ চৌধুরী জানান, মানুষের মৌলিক সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি মুসলিম এইড ইঊকে বাংলাদেশ কান্ট্রি অফিস সর্বাত্বক সহযোগিতা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কুলাউড়া উপজেলায় মুসলিম এইড কমিউনিটি হাসপাতাল স্বল্প মূল্যে দীর্ঘদিন থেকে স্বাস্থ্য সেবাসহ বিশেষ প্রোগ্রামের মাধ্যমে টিবওয়েল, কম্পিউটার বিতরণ ও ফ্রি হেল্থ ক্যাম্প এবং ঔষধ বিতরণসহ বন্যা কবলিত এলাকায় ব্যাপক সাহায্য, মাংস ও কম্বল এবং প্রতি রমজানে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে।

 

380 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন