২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় একাডেমি কাপের ফাইনালে গ্রীন সিলেট ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন

প্রকাশিত: মার্চ ২৫, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ ইষ্ট কোষ্ট গ্রুপ এর কুলাউড়া ক্রিকেট একাডেমির আয়োজনে ও ব্যবস্থাপনায় এবং জাবির মোক্তাদির দোয়েল ও টুটুল গাজীর সহযোগীতায় একাডেমি কাপ ক্রিকেট টূর্নামেন্ট ২০২১ এর মেগা ফাইনালে একাডেমি ক্রিকেট গ্রাউন্ড ক্রিকেট পার্ক মিঠুপুরে গ্রীন সিলেট ক্রিকেট একাডেমি বনাম ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমি এর মধ্যকার ম্যাচ অনুষ্টিত হয়। বৃহস্পতিবার সকালে টসে জয়লাভ করে গ্রীন সিলেট ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করে ৩৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২২৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে তোফায়েল ৭৮, সায়েম ৩৭, ইব্রাহিম ৩০ রান করেন, ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমির মিনহাজ ০৩, ইরফান ০৩ উইকেট লাভ করেন। জবাবে ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমি ২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩০ ওভার ব্যাট করে সব উইকেট হারিয়ে ১২০ রান করে। দলের পক্ষে ইমরান ৩৭, ইকরাম ১৮ রান করেন। গ্রীন সিলেট ক্রিকেট একাডেমির সায়েম ০৩,ও অর্ক ০২ উইকেট লাভ করেন। গ্রীন সিলেট ক্রিকেট একাডেমির অর্ক ম্যান অব দ্যা ম্যাচ এবং তোফায়েল ম্যান অব দ্যা টূর্নামেন্ট নির্বাচিত হন।
উক্ত ফাইনাল খেলা শেষে বিকেলে একাডেমির চেয়ারম্যান রফি আহমদ তানিমের সভাপতিত্বে পুরষ্কার বিতরনি অনুষ্টানে উপস্থিত ছিলেন কুলাউড়াা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ও কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম এনাম, ভুকশিমইল স্কুল এন্ড কলেজের প্রভাষক আমির হোসেন, ইতালি কমিউনিটি নেতা সাহানুর রহমান, সামি ইউ এস এ প্রবাসি ক্রীড়া ব্যাক্তিত্ব ও সাবেক ক্রিকেটার মঈদ রহমান, একাডেমি পরিচালক আশরাফুর রহমান শাওন, সিপিএ কুলাউড়ার প্রচার সম্পাদক ইবাদুল আলম সুলাব, কোয়াব কুলাউড়ার দপ্তর সম্পাদক ও একাডেমির ম্যানেজার ফরহাদ মাহমুদ, সদস্য ও একাডেমি ম্যানেজার জুবায়ের আবেদিন প্রমুখ।

523 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন