১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় মায়ের সাথে অভিমান করে নিখোঁজ মাদ্রাসা ছাত্র, ৮ দিন পর চট্টগ্রামে উদ্ধার

প্রকাশিত: মার্চ ২৩, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলা থেকে নিখোঁজের ৮ দিন পর ইয়াছিন আহমেদ নিহাদ (১৮) নামে এক মাদ্রাসা ছাত্রকে চট্টগ্রাম জেলা থেকে উদ্ধার করছে কুলাউড়া থানা পুলিশ।
নিহাদ উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের রাসেল আহমদের ছেলে। সে হিংগাজিয়া আলীম মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।
থানা সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ বিকাল ৪টার দিকে ইয়াছিন আহমেদ নিহাদ তার মায়ের সাথে অভিমান করে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। পরে এ ব্যাপারে নিহাদের বাবা রাসেল আহমদ কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন।
জিডির পরপরই নিখোঁজ হওয়া ইয়াছিন আহমেদ নিহাদকে উদ্ধারের জন্য কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় ও ওসি (তদন্ত) আমিনুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম মাঠে নেমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ নিহাদকে ১৯ মার্চ চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানা এলাকা থেকে চট্টগ্রাম ডিবি পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পর সোমবার (২২ মার্চ) রাতে কুলাউড়া থানায় মাদ্রাসা ছাত্র নিহাদকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ মাদ্রাসা ছাত্র নিহাদের বাবা জিডি করলে আমরা তা আমলে নিয়ে তাকে উদ্ধার করি। উদ্ধারের পর তার পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়।

479 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন