২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় ক্রিকেট লীগের ফাইনালে ‘ঘাগটিয়া টাইটান্স’ চ্যাম্পিয়ন

প্রকাশিত: মার্চ ১৫, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলার জয়চন্ডী প্রিমিয়ার লীগের আয়োজনে জয়চন্ডী প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল খেলা সোমবার দিলদারপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে ও বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় ‘ঘাগটিয়া টাইটান্স’ দল ৫৭ রানে ‘ফ্রেন্ডস ক্লাব কামারকান্দি’ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
ফাইনাল খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আশরাফুর রহমান শাওন এর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক ইবাদুল আলম শোলাব এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব আতিকুর রহমান ইমরান, কোয়াব সহ-সভাপতি রবিউল আউয়াল মিন্টু ও সম্পাদক রফি আহমেদ তানিম, যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান পারভেজ, ইটালী প্রবাসী শাহানুর রহমান শামি, বুলবুল আহমদ, কমিটির যুগ্ম-আহ্বায়ক আফজালুর রব শুভ।

সভাশেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ঘাগটিয়া টাইটান্স দলের টিম ম্যানেজার মুরাদ খানসহ খেলোয়াড়দের হাতে ১০ হাজার টাকার প্রাইজমানিসহ চ্যাম্পিয়ান ট্রফি ও রানার্স ফ্রেন্ডস ক্লাব কামারকান্দি দলের টিম ম্যানেজার আহনাফ সাগরসহ খেলোয়াড়দের হাতে ৫ হাজার টাকার প্রাইজমানিসহ রানার্স ট্রফি বিতরণ করেন। এছাড়া টুর্নামেন্টে ফেয়ার প্লে এওয়ার্ড লাভ করে পাঁচপীর জালাই সমাজ কল্যাণ সংস্থা, ম্যান অব দ্যা ফাইনাল আশরাফুল ইসলাম রনি, ম্যান অব দ্যা সিরিজ ওয়ারিস আহমদ পাভেল, সেরা বোলার সাফিউল আলম গালিব, সেরা ব্যাটসম্যান রিহান রিপন ও উদীয়মান আশরাফুল মালেক সজিবকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য,প্রিমিয়ার ক্রিকেট লীগে ১৬ টিম অংশগ্রহণ করে।

908 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন