২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কুলাউড়ার সুরুচি বেকারীকে জরিমানা

প্রকাশিত: মার্চ ১১, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলা শহরের স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে বেকারী সামগ্রী তৈরী করে বাজারজাত করার অপরাধে শহরের উছলাপাড়াস্থ সুরুচি বেকারীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করে আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম জানান, কুলাউড়া উপজেলা শহরে জনসাধারণের ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানকালে সুরুচি বেকারীতে মানবদেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ দ্রব্য অ্যামোনিয়া পাউডার ব্যবহার এবং খাবার ঢাকনা বিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ভোক্তা অধিকার আইন,২০০৯ এর ৪২ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নিষিদ্ধ দ্রব্য অ্যামোনিয়া পাউডার জব্দ করে ধ্বংস করা হয়। অভিযানে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনিটারী ইন্সপেক্টার জসিম উদ্দিন আহমেদসহ কুলাউড়া থানা পুলিশ অংশগ্রহণ করেন।

1545 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন