১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় ১ হাজার ২৫ কেজি নিষিদ্ধ পলিথিনসহ আটক ৩

প্রকাশিত: মার্চ ১০, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী :: কুলাউড়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১ হাজার ২৫ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ৩ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ৩ জন হলেন গাড়ির চালক আবু জাহের মিয়া (৩২), গাড়ির হেলপার মো. হেদায়েত শেখ (২৬) ও গাড়ির সুপারভাইজার মো. ইব্রাহিম (৩৬)।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেট্রো-ব- ১৫-৭২৩৫ নাম্বারের একটি যাত্রীবাহী আল-মোবারাকা নামক বাস নিষিদ্ধ পলিথিন নিয়ে ঢাকা থেকে বিয়ানীবাজারের উদ্দেশ্যে যাচ্ছিল।
তখন গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার সামনে বাসের গতিরোধ করেন থানার এসআই মো. শাহীন হোসেন ও এসআই মাসুদ আলম ভূঁঞা। পরে গাড়িটি তল্লাশী করে ১ হাজার ২৫ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করাসহ গাড়ির চালক, হেলপার ও সুপারভাইজারকে আটক করা হয়।
নিষিদ্ধ পলিথিন ও গাড়িটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে এই প্রতিবেদককে বলেন, আটক ৩ জনের বিরুদ্ধে মামলা করে বুধবার (১০ মার্চ) সকালে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে।

689 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন