১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় বিএনপির মেয়র প্রার্থীর স্ত্রীকে প্রচারনায় বাধা প্রদানের অভিযোগ

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট: কুলাউড়া পৌরসভার আসন্ন ১৬ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণকারী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদের স্ত্রীকে তার স্বামীর নির্বাচনী প্রচারনায় নৌকা প্রতিকের কর্মীরা বাধা প্রদান ও অশালীন আচরন করেছে বলে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে।
বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদ বৃহস্পতিবার বিকেলে তাঁর বাসায় এক জরুরি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বৃহস্পতিবার দুপুরে তাঁর স্ত্রী শাফিয়া চৌধুরী বিএনপির কয়েকজন কর্মী সমর্থক নিয়ে ৫নং ওয়ার্ডের রেলকলোনী এলাকায় গনসংযোগে গেলে নৌকার কর্মীরা তাকে প্রচারনায় বাধা দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে স্থান ত্যাগ করার হুমকি দেয়। পরে তিনি একটি দোকানঘরে গিয়ে প্রাণ রক্ষা করেন। তিনি আরও অভিযোগ করেন নৌকার কর্মীরা তাকে ও তাঁর পরিবারের লোকজনদের বাসার বাইরে নির্বাচনী প্রচারনায় গেলে প্রাণে হত্যার হুমকি দেয়ায় তিনি তাঁর পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এব্যাপারে তিনি রিটানিং অফিসারের কাছে অভিযোগ করেছেন বলে জানান।
সংবাদ সম্মেলনে সাবেক এমপি নওবাব আলী আব্বাস খাঁন বলেন, কুলাউড়ার রাজনৈতিক শিষ্টাচার রয়েছে। আমরা আশাকরি ভোটের শেষ সময়ে এসে প্রশাসন নিরপেক্ষ নির্বাচন করার ব্যাপারে ভূমিকা পালন করবেন। নিরপেক্ষ নির্বাচনে হলে ধানের শীষের প্রার্থী বিজয়ী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আবেদ রাজা, সহ সভাপতি আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এবং মেয়র প্রার্থীর স্ত্রী শাফিয়া চৌধুরী।

1215 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন