২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় বিদ্রোহী প্রার্থী মেয়র ইউনুছ বহিস্কার

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২১

ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট:: কুলাউড়া পৌর আওয়ামীলীগের সদস্য বর্তমান মেয়র শফি আলম ইউনুছকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ার অভিযোগে দলীয় সদস্য পদ থেকে সরাসরি বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র ইউনুছকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে দল থেকে বহিস্কারের কারণ উল্লেখ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রেনু। বহিস্কারের প্রেস বিজ্ঞপ্তি পাঠ করে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম উল্লেখ করেন দলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনানুযায়ী গত ৩ ডিসেম্বর কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে দলীয়ভাবে মেয়র প্রার্থী ৩ জনের নাম কেন্দ্রে পাঠানো হয় এবং ৩ জন প্রার্থীর কাছ থেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী না হওয়ার মৌখিক অঙ্গীকার নেয়া হয়। পরবর্তীতে দলের কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে দলীয় মনোনয়ন প্রদান করে। এদিকে দলের পৌর কমিটির সদস্য বর্তমান মেয়র শফি আলম ইউনুছ বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করলে তাকে প্রার্থীতা প্রত্যাহারের অনুরোধ করা হয়। কিন্ত তিনি প্রার্থীতা প্রত্যাহার না করায় বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্রের ৪৭ (১১) উপধারায় তার দলীয় স্বীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে সরাসরি বহিস্কার করে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদকে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি মো. খোরশেদ আলী, আ’লীগ নেতা মুকিম উদ্দিন আহমদ চৌধুরী, মোস্তফা আব্দুল মালিক, তাজ খাঁন, প্রভাষক মোহাম্মদ আলী চৌধুরী তরিক, পৌর ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান জনি প্রমুখ।

1151 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন