২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় প্রশাসনের সাথে ব্যবসায়ী কল্যাণ সমিতির বৈঠক

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী :: কুলাউড়ায় ব্যবসায়ী আব্দুল মনাফ হত্যার ক্লু দ্রুত সময়ের মধ্যে উদঘাটন ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করায় কুলাউড়া থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় কুলাউড়া উপজেলা হলরুমে প্রশাসনের সাথে এক মতবিনিময় সভায় পুলিশকে ধন্যবাদ জানান ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়, ওসি তদন্ত আমিনুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জাহেদ ও ৬ নং ওয়ার্ড সম্পাদক আব্দুল্লাহ আল মনি।

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দরা প্রশাসনের সকল ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে পুলিশ প্রশাসনের কাজের প্রসংশা করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পরবর্তী কার্যক্রম আরও গতিশীল করার জন্য ওসি বিনয় ভূষণ রায়ের প্রতি আহবান জানান।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি হাজি রফিক মিয়া ফাতু, মাও. আব্দুল ওয়াহিদ, সহ সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, কোষাধ্যক্ষ হাফিজ মো. বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক ডা. কুতুব উদ্দিন,প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম আফজল, মহিলা উদ্যোক্তা বিষয় সম্পাদিকা সুফিয়া রহমান ইতি, ১ নং ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, ২ নং ওয়ার্ড সম্পাদক অশোক চন্দ্র, ৩ নং ওয়ার্ড সম্পাদক আব্দুল মুতলিব, ৪ নং ওয়ার্ড সম্পাদক গৌচ মিয়া, ৭ নং ওয়ার্ড সম্পাদক এজাজ মাহমুদ চৌধুরী ফুল, ৮ নং ওয়ার্ড সম্পাদক রাজু আহমদ দুলাল, ওয়ার্ড সদস্য রিংকু বর্ধন, সের আলী, শেখ সুমন, মারুফ আহমদ জালাল, কামাল আহমদ, সাব্বির আহমদ চৌধুরী, আব্দুল মন্নান, হায়দার আলী, এনামুল ইসলাম, মো. জুনেদ আহমদ, শাহাজাহান আহমদ প্রমুখ।

সভায় মনাফের রুহের মাগফেরাত কামনায় ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

563 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন