২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় বিজয় দিবসে পতাকা উত্তোলনে প্রশাসনের লিফলেট বিতরণ

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলনে ‘জাতীয় পতাকার সম্মান ও আমাদের দায়িত্ব’ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়েছে।
ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার দুপুরে কুলাউড়া শহরের ব্যবসা প্রতিষ্ঠান, মৌলভীবাজার বাস ষ্ট্যান্ডসহ বিভিন্ন যানবাহনে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণে কুলাউড়া উপজেলা সমবায় কর্মকর্তা জামাল হোসেন,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,উপজেলা স্কাউট সম্পাদক সহ-শিক্ষক সোহেল আহমদ,কুলাউড়া টাইমস টিভির বার্তা সম্পাদক শাকির আহমদসহ স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন। লিফলেটে জাতীয় পতাকা সঠিকভাবে ব্যবহারের নিয়মাবলী এবং জাতীয় পতাকার অবমূল্যায়ন করা হলে বিধি অনুযায়ী সর্বোচ্চ ১ বছরের কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে বলে সতর্ক করে দেয়া হয়।
ইউএনও ফরহাদ চৌধুরী জানান, বিজয় দিবসে জাতীয় পতাকার অবমূল্যায়নরোধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে একটি পরিদর্শন টিমকে যারা বিধি লংঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দায়িত্ব প্রদান করা হয়েছে।

484 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন