২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় গ্রাম আদালতের কর্মশালা

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সক্রিয়করন (২য় পর্যায়) প্রকল্পের অধীনে উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষন, পরিদর্শন ও মুল্যায়ন পদ্ধতি বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষন বুধবার সম্পন্ন হয়েছে। কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় অংশ গ্রহনকারীদের গ্রাম আদালতের কর্মদক্ষতা মুল্যায়ন, ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদেয় আইনী সেবার গুনগতমান উন্নত করন, প্রশাসনিক বিকেন্দ্রীকরনে সরকারের অঙ্গীকার পুরনে অবদান রাখা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করনে প্রশিক্ষন প্রদান করা হয়।
ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনডিপির ডিস্ট্রিক ফেসিলিটেটর মো. মাহাবুব উল আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী। স্বাগত বক্তব্য রাখেন ব্লাষ্ট মৌলভীবাজার জেলা সমন্বয়কারী মো. কামাল হোসেন। কর্মশালায় উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার ও গ্রাম আদালত সহকারীরা অংশগ্রহণ করেন।

585 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন