২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কুলাউড়ায় আইন-শৃংখলা কমিটির সভায় সরকারি বন ভূমি রক্ষার সিদ্ধান্ত

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী ঃ কুলাউড়া উপজেলা আইন শৃংখলা কমিটির সভা মঙ্গলবার ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্টিতঅনুষ্ঠিত হয়। সভায় কুলাউড়া উপজেলার সরকারি বনভূমি রক্ষায় অবৈধ দখল প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহারে সচেতনতার পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার, ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে সকল মসজিদে ইমামদের মাধ্যমে মুসল্লীদের অবহিতকরন, কুলাউড়া রেলওয়ের উচ্ছেদ অভিযানে দখলমুক্ত জায়গা পুনরায় বাঁশ দিয়ে দখলের বিষয়ে ব্যবস্থা গ্রহন, এলাকার চুরি-ডাকাতি রোধে পুলিশ-জনতার যৌথ পাহারা বাস্তবায়নে ইউপি চেয়ারম্যানদের সহযোগিতা করার, গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছাড়া বিক্রি না করার, গরু চুরি রোধে ব্যবস্থা নেয়াসহ সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সভার শুরুতে কুলাউড়া থানার নবাগত ওসি বিনয় ভুষন রায়কে ফুল দিয়ে বরন করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া পৌরসভা মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া থানার নবাগত ওসি বিনয় ভুষন রায়, নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, কুলাউড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রেজাউল হক, কুলাউড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

717 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন