২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়া ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির আসন্ন ২১ নভেম্বরের নির্বাচনে বিভিন্ন পদে অংশগ্রহনকারী সভাপতি, সম্পাদকসহ মোট ৭৭ জন প্রার্থী রোববার তাদের স্ব-স্ব মনোনয়নপত্র দাখিল করেছেন।
সমিতির কার্যালয়ে রোববার সকাল ১১টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নির্বাচন পরিচালনা পরিষদের কাছে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন সভাপতি পদে ২জন বর্তমান সভাপতি বদরুজ্জামান সজল ও বিদায়ী কমিটির সাধারন সম্পাদক মইনুল ইসলাম শামীম এবং সম্পাদক পদে ৩জন কুলাউড়া পৌরসভার কাউন্সিলার ইকবাল আহমদ শামীম, বিদায়ী কমিটির যুগ্ম-সম্পাদক এম আতিকুর রহমান আখই ও শফিক মিয়া আফিয়ান।
এছাড়া সহ-সভাপতি পদে ৪ জন হাজী রফিক মিয়া ফাতু, মৌলানা আব্দুল ওয়াহিদ, মইনুল হক বকুল ও মদরিছ আলী, সহ-সাধারন সম্পাদক পদে ৭ জন আলমাছ পারভেজ তালুকদার, শফিকুল ইসলাম জাহেদ, আব্দুল জলিল, নাজমুল বারী সোহেল, ফয়েজ উদ্দিন, শরফ উদ্দিন তমু ও আব্দুল মুক্তাদির জাহেদ, কোষাধ্যক্ষ পদে ২জন মোঃ বদরুল ইসলাম ও আব্দুস শাকুর, দপ্তর সম্পাদক ৩ জন আব্দুল করিম বাচ্চু, ডাঃ মোঃ কুতুব উদ্দিন ও ইকবাল আহমদ সুমন, প্রচার ও প্রকাশনা ৩ জন এইচ ডি রুবেল, মেহেদী হাসান খালিক ও আল মামুন জয় তারেক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ২ জন রবিউল আউয়াল মিন্টু ও খন্দকার সাইফুর রহমান আফজল, নারী উদ্দোক্তা বিষয়ক সম্পাদক সুফিয়া রহমান ইতি ও গীতা দেব রায়।
সমিতির ৮ ওয়ার্ডের সম্পাদক-সদস্য পদের মধ্যে ১নং ওয়ার্ড সম্পাদক ১ জন নজরুল ইসলাম, সদস্য ৬জন ওয়েছুর রহমান, লিটন বৈদ্য লিটু, আবু সাঈদ, রিংকু বর্ধন, ইমন মিয়া ও মিনহাজ আহমদ সবুজ, ২নং ওয়ার্ড সম্পাদক ২ জন অশোক চন্দ ও মানিক মিয়া শাহজাহান, সদস্য ৪ জন মারুফ আহমদ জালাল, নজরুল ইসলাম সোনা, শেখ মোঃ সুমন ও শরীফ আহমদ, ৩নং ওয়ার্ড সম্পাদক ৩ জন এম হাজির আলী, জনি খান ও আব্দুল মতলিব, সদস্য ৫ জন কাওছার আহমদ চৌধুরী, শেখ মোঃ আছকর আলী, ফারুক হোসেন, মনির মিয়া ও কামাল আহমদ, ৪ নং ওয়ার্ড সম্পাদক ২জন চিনু মিয়া ও মোঃ গোউছ মিয়া, সদস্য ৩জন হায়দর আলী, আব্দুল মান্নান ও ইমান উদ্দিন, ৫নং ওয়ার্ড সম্পাদক ৩ জন আব্দুল মোহিত, জহির খান ও আব্দুল মন্নান, সদস্য ৩ জন ইছরাব আলী, এনামুল হক এনাম ও আবুল কালাম রাসেল, ৬নং ওয়ার্ড সম্পাদক ১ জন আব্দুল্লাহ আল মনি, সদস্য ৪ জন জসিম উদ্দিন, জুলহাস মাহমুদ, তাহির আলী ও ইকবাল আহমদ দিপু, ৭নং ওয়ার্ড সম্পাদক ১ জন এজাজ মাহমুদ চৌধুরী ফুল, সদস্য ৫ জন হুমায়ুন রশীদ, হাফিজুর রহমান লিটু, শাহাদাত খান, শাহজাহান কবির ও জুনেদ আহমদ, ৮নং ওয়ার্ড সম্পাদক ২ জন রাজু আহমদ দুলাল ও রােেশদুল ইসলাম, সদস্য ৪ জন মোঃ সহিদ, মোঃ মস্তফা, নাজিম বখশ ও আবুল মিয়া। তফশীল অনুযায়ী আগামী ২১ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহন অনুষ্টিত হবে।
প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় নির্বাচন পরিচালনা পরিষদের আহ্বায়ক খন্দকার লুৎফুর রহমান ও সদস্য সচিব সিপার উদ্দিন আহমেদ, সদস্য এম শাকিল রশীদ চৌধুরী উপস্থিতি ছিলেন।

387 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন