২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় নিঃস্ব সহায়ক সংস্থার বিনামূল্যে চক্ষু শিবির

প্রকাশিত: নভেম্বর ২, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট: কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সোমবার নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস) সিলেট এর উদ্যোগে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল জামাল এর সভাপতিত্বে ও সংস্থার কো-অর্ডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদের পরিচালনায় চক্ষু শিবিরের উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন নিঃস্ব সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক, সিলেট শাবিপ্রবি’র সাবেক রেজিস্টার জামিল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লংলা আধুনিক ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারঃ) আতাউর রহমান, কুলাউড়া উপজেলা হাসপাতালের ডাঃ মোঃ আশরাফ হোসেন ভুঞা, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী রাজানুর রহিম ইফতেখার, সাংবাদিক আব্দুল কুদ্দুছ ও শাহবান রশীদ চৌধুরী অনি।
বক্তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের জীবন-মান উন্নয়নে সংস্থার বিভিন্ন সেবামূলক কাজের প্রশংসা করে কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
ফ্রি চক্ষু শিবিরে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে ৩ সদস্যের এক মেডিকেল টিম উপজেলার রাউৎগাঁওসহ বিভিন্ন এলাকার প্রায় ৮ শতাধিক পুরুষ-মহিলা চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।

598 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন