আপডেট: অক্টোবর ২৫, ২০২০
ডেস্ক রিপোর্ট :: কুলাউড়া উপজেলায় বিষপানে শাম্মী বেগম (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে কুলাউড়া সদর ইউনিয়নের করেরগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। শাম্মী বেগম করেরগ্রামের কালা মিয়ার মেয়ে।
জানা যায়, কুলাউড়া সদর ইউনিয়নের করেরগ্রাম এলাকার বাসিন্দা তালা মিয়ার মেয়ে শাম্মী রবিবার রাত ৯টার দিকে পরিবারের সকলের অজান্তে বিষপান করে। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা গুরুতর হওয়ায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর রাত ১১টার দিকে কিশোরী শাম্মী বেগম মারা যায়।
কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।