১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪০ ছাত্রীকে বাই সাইকেল প্রদান

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :: শ্রীমঙ্গল উপজেলার সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৪০ জন নৃ-গোষ্ঠীর ছাত্রীদের মধ্যে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।

শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ছাত্রীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রীর উপহার বাই-সাইকেল বিতরণ করেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজিত উক্ত অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, বিএমএ সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী প্রমুখ।

অনু্ষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান শ্রীমঙ্গল উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪০ জন উপকারভোগি ছাত্রীদের মধ্যে এসব বাই-সাইকেল বিতরণ করেন।

393 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন