২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ার ফুটপাতের দোকানে মোবাইল কোর্টের অভিযান

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলা শহরের ফুটপাতের অবৈধ দোকান অপসারনে ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে মুখে মাস্ক ব্যবহার না করায় শহরের ২ ব্যবসায়ীকে ২ হাজার ৫ শত টাকা এবং শহরের বঙ্গবন্ধু উদ্যান সম্মুখস্থ ও কুলাউড়া থানার সম্মুখস্থ ফুটপাত অবৈধভাবে দখল করে দোকান দিয়ে ব্যবসা করার অপরাধে ১৭ জন ফুটপাত ব্যবসায়ীকে ১০ হাজার ৫ শত টাকাসহ মোট ১৩ হাজার টাকা অর্থদন্ড করে আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম জানান, কুলাউড়া উপজেলা শহরে জনসাধারনের চলাচলের সুবিধার্থে ও শহরের সৌন্দর্যবর্ধনে ফুটপাতের সকল অবৈধ দোকানপাঠ অপসারনে ও করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

853 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন