২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কুলাউড়ায় করোনায় মারা গেলেন ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান (৭৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে তিনি মারা যান।
জানা যায়, ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী গত ২৮ আগস্ট সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৩০ আগষ্ট তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এ অবস্থায় বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ইউনিয়বাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সদস্য, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শোক প্রকাশ ঃ বরমচাল ইউনিয়ন পরিষদের তিন তিন বারের নির্বাচিত চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ সর্বজন শ্রদ্ধেয় আবদুল আহবাব চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খান, সাবেক এমপি মোঃ আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একে এম সফি আহমদ সলমান, কুলাউড়া কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু ও সাধারন সম্পাদক আসম কামরুল ইসলাম, পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল কাদির ও সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, সাবেক সভাপতি মোঃ খুরশীদ উল্লাহ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, ইউকে কুলাউড়া সমিতির সভাপতি মোস্তফা আব্দুল মালিক, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সম্পাদক মইনুল ইসলাম শামীম, সাপ্তাহিক হাকালুকি সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল হান্নান, কুলাউড়ার সংলাপ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ প্রমুখ।

660 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন