২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় প্রয়াত মেজর জেনারেল (অব:) সি.আর দত্তের স্মরণে শ্রদ্ধাঞ্জলী

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া শাখার উদ্যোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সদ্য প্রয়াত মেজর জেনারেল (অব:) সি.আর দত্তের স্মরণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে বিকেল ৩ ঘটিকা থেকে ৩.০৫ ঘটিকা পর্যন্ত ৫ মিনিটের মৌনব্রত পালন করে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ বর্ডার গার্ড (সাবেক বাংলাদেশ রাইফেলস্) এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান, মুক্তিযুদ্ধকালীণ সময়ে ৪নং সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি.আর দত্ত গত ২৪ আগষ্ট আমেরিকার ফ্লোরিডায় পরলোক গমন করেন। তার স্মরণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় শাখার কর্মসূচী হিসেবে কুলাউড়া পুজা উদযাপন পরিষদ বিকেল ৩টা থেকে ৩.০৫ মিনিট পর্যন্ত কুলাউড়া শহীদ মিনার প্রাঙ্গণে মৌনব্রত পালনের মাধ্যমে প্রয়াত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি.আর দত্তের স্মরণে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া শাখার সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, রুদ্র বীনা সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ ড. রজত কান্তি ভট্টাচার্য্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র মীরবহর, পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি ডাঃ অরুনাভ দে, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিশ^জিৎ দাস, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কুলাউড়া শাখার সহ সভাপতি অশোক ধর, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অজয় দাস, কুলাউড়া মহাপ্রভুর দেবালয়ের সভাপতি অমুল্য দেব, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার ধর, কুলাউড়া মহাপ্রভু দেবালয়ের সাধারণ সম্পাদক জ্যোতি বিকাশ দেব, বিশিষ্ট কবি ভানু পুরকায়স্থ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমরেশ দাস রায়, সঞ্জিত ধর, নান্টু দাস, সজল মল্লিক, অলক মালাকার, পরিমল মালাকার, রূপক মীরবহর, অরুন দে, রনজিৎ দেব রন প্রমুখ।
বক্তারা প্রয়াত সি.আর দত্তের জীবনী নিয়ে আলোচনা করে বলেন দেশ একজন সুর্যসন্তানকে হারালো। এ স্থান পূরণ হবার নয়। সকলেই তার আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। #

553 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন