২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়া উপজেলা অন্ধকারে

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী :: কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কন্ট্রোল রুমে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় শনিবার বিকেল ৫ টা থেকে পুরো কুলাউড়া উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার গ্রাহকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা যায়, কুলাউড়া পিডিবির কন্ট্রোল রুমে দুটি পাওয়ার ট্রান্সফরমারের মধ্যে একটির ব্রেকার ও অপর ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫ টা থেকে রাত সাড়ে ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরো উপজেলাবাসী অন্ধকারের মধ্যে রয়েছেন।

বিদ্যুৎ কর্তৃপক্ষ জানান, আকস্মিকভাবে পাওয়ার ট্রান্সফরমার দুটো বিকল হয়ে পড়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য কন্ট্রোল রুমে প্রকৌশলীরা মেরামত কাজ চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (২৮ আগস্ট) একইভাবে কুলাউড়া গ্রিডের ট্রান্সফরমারে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিকেল ৩ টা থেকে রাত ১১ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় কুলাউড়া, কমলগঞ্জ, জুড়ী ও বড়লেখাসহ ৪ উপজেলার হাজার হাজার বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি পোহাতে হয়।

886 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন