৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় ড্রাইভিং লাইসেন্স না থাকায় জরিমানা

আপডেট: আগস্ট ২০, ২০২০

Screenshot 20200820 121844~2
ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :: কুলাউড়া উপজেলায় ড্রাইভিং লাইসেন্স না থাকায় ও স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনকে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
তিনি জানান, ড্রাইভিং লাইসেন্স বিহীন গাড়ি চালানোর অপরাধে ১ জনকে ও স্বাস্থ্যবিধি না মানায় ৫ জনসহ মোট ৬ জনকে ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।
একই সাথে তিনি মাস্ক বিহীন পথচারীদের ফ্রি মাস্ক বিতরণ করেন। তিনি আরও জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তাঁকে কুলাউড়া থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

479 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন