২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় ইউএনও’র মোবাইল কোর্টে গনপরিবহনে অর্থদন্ড

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট :: কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার ব্রাক্ষণবাজার এলাকায় সোমবার গণপরিবহনে এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে যাত্রীবাহী গণপরিবহনে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১১ টি মামলায় মোট ১৩ হাজার ৬ শত টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী জানান, কুলাউড়া-মৌলভীবাজার রোডের যাত্রীবাহী বাস ও লাইটেস গাড়ীতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকালে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে ৯ জন গাড়ী চালককে এবং এক মুদি দোকানি ও এক হোটেল মালিকসহ মোট ১১ জনকে অর্থদন্ড করে মোট ১৩ হাজার ৬ শত টাকা আদায় করা হয়। তিনি আরও জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিতকল্পে আগামীতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে গাড়ী চালকদের সতর্ক করে দেয়া হয়।

603 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন