২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ার প্রবীন শিক্ষক করবী রঞ্জন চক্রবর্তীর পরলোকগমন

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা শহরের কুলাউড়া নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিজ্ঞান শিক্ষক প্রবীন শিক্ষাবিদ করবী রঞ্জন চক্রবর্তী পরলোকগমন করেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। সম্প্রতি তিনি ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে, আত্মীয়স্বজন, শিক্ষার্থীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সিলেট থেকে তার মরদেহ প্রথমে উত্তর কুলাউড়াস্থ তার নিজ বাসায় নিয়ে আসা হয়। এসময় কুলাউড়া নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন নোমান এর নেতৃত্বে বিদ্যালয়ের এক শিক্ষক প্রতিনিধি দল তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিকেলে উপজেলার বরমচালের সিংগুরে তার নিজ গ্রামের বাড়িতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
করবী রঞ্জন চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে শোক বিবৃতি প্রদান করেছেন এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি নবাব আলী আব্বাছ খান, সাবেক এমপি মোঃ আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল কাদির ও সম্পাদক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, কুলাউড়া নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমান উল্লাহ, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল বাছিত চৌধুরী, সুশীল সেন গুপ্ত, আব্দুল ওয়াহিদ ও প্রফুল্ল চন্দ্র দেবনাথ, বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন নোমানসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

471 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন