১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার

কুলাউড়ার ব্রাম্মণবাজার গরুর হাটে মোবাইল কোর্টের অভিযান

আপডেট: জুলাই ২৭, ২০২০

Screenshot 20200727 213853~2
ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম এর নেতৃত্বে সোমবার রাতে কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার ব্রাম্মণবাজার গরুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে মুখে মাস্ক ব্যবহার না করায় গরুর হাটে ৩ জন ক্রেতাকে ৫ শত টাকা করে মোট ১ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া সরকারি আইন লংঘন করে সন্ধ্যা ৭ টার পর ব্যবসা প্রতিষ্টান খোলা রাখার অপরাধে ৩টি প্রতিষ্টানকে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম জানান, কুলাউড়া উপজেলার ব্রাম্মণবাজার গরুর হাট ও বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে স্বাস্থ্যবিধি লংঘন করে মুখে মাস্ক ব্যবহার না করায় ও নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় মোট ৬ টি মামলায় ৪ হাজার ৫ শত টাকা জরিমানা করে আদায় করা হয়।

তিনি আরও জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে মোবাইল কোর্টের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

1382 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন