৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় নিখোঁজের একদিন পর হাওরের পানিতে মিলল যুবকের লাশ

আপডেট: জুলাই ১৭, ২০২০

Screenshot 20200717 115111~2
ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :: কুলাউড়া উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর রাসেল আহমদ (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) সকালে হোসেনপুর গ্রামের একটি হাওরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সে উপজেলার কাদিপুর ইউনিয়নের আমতৈল গ্রামের মজমিল আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রাসেল বুধবার (১৫ জুলাই) রাত ১১ টার দিকে সে তাঁর নিজ বাড়ী থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর কোন সন্ধান না পাওয়ায় তাঁর পরিবার ১৬ জুলাই কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৭৩৭,তাং-১৬/০৭/২০২০) করেন। অবশেষে শুক্রবার (১৭ জুলাই) সকালে হোসেনপুর গ্রামের একটি হাওরের পানিতে তাঁর মৃত লাশ পাওয়া যায়।

খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তীসহ থানার ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, সে কিভাবে মারা গেছে এখন কিছুই বলা যাচ্ছেনা। লাশ ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

789 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন