প্রকাশিত: জুলাই ৩, ২০২০
অনি চৌধুরী :: করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসগের্র সন্দেহ নিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুক্রবার (৩ জুলাই) সকালে নতুন করে আরও ২ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এনিয়ে কুলাউড়ায় করোনা পজিটিভ রিপোর্টে সেঞ্চুরি পূর্ণ হল।
কুলাউড়া হাসপাতালসুত্রে জানা গেছে, শুক্রবার (৩ জুলাই) সকাল পর্যন্ত পাওয়া ২ জন পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ১ জন ও বিছরাকান্দি এলাকার ১ জন সহ মোট ২ জন।
এনিয়ে কুলাউড়া উপজেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তে সেঞ্চুরি করা মোট ১০০ জনের মধ্যে ৫৯ জন সুস্থ্য হয়ে করোনামুক্ত রয়েছেন বলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৪১ জন হোম আইসোলেশনে রয়েছেন এবং এখন পর্যন্ত করোনা উপসর্গের সংগৃহীত নমুনার ২৯ জনের রিপোর্ট অপেক্ষাধীন রয়েছে।