২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় নকল মাস্ক বিক্রি করায় জরিমানা

প্রকাশিত: জুন ২৫, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরীঃ মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়রা সুলতানা এর নেতৃত্বে কুলাউড়া উপজেলার ব্রাম্মণবাজারে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় ব্রাম্মণবাজারের তিনটি ব্যবসা প্রতিষ্টানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ব্রাম্মণবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নকল মাস্ক বিক্রির করার অপরাধে সূচনা ফার্মেসিকে ২ হাজার টাকা, সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় শাহজালাল চাল ভান্ডারকে ১ হাজার টাকা ও একই অপরাধে সুমা ফুডকে ৫ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়রা সুলতানা রোশনী জানান, অভিযানের পর নকল মাস্ক জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। এসকল অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

1342 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন