২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শ্রীমঙ্গলে শিল্পীদের পাশে আমরা ‘‘ক’জন” নামের মেসেঞ্জার গ্রুপ

প্রকাশিত: জুন ১৮, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ বর্তমান কোভিড-১৯ করোনা পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছেন শিল্পিরা। সব ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন তারা। এমন পরিস্থিতিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “ভালো কর্মে-ভালবাসার হাত বাড়াই” এ শ্লোগান নিয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় শিল্পীদের মধ্যে “ভালবাসার অনুদান” বিতরণ করেছে “শ্রীমঙ্গলের শিল্পীদের পাশে আমরা ক’জন” নামের মেসেঞ্জার গ্রুপ।
বুধবার (১৭ জুন) দুপুরে শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে “শ্রীমঙ্গলের শিল্পীদের পাশে আমরা ‘কজন” মেসেঞ্জার গ্রুপের উদ্যোগে বিজয়ী থিয়েটারের সভাপতি দেলোয়ার হোসেন মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন মেসেঞ্জার গ্রুপের “ভালবাসার অনুদান” বিতরণ করেন।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, মৌলভীবাজার জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্নস্তরের শিল্পীদের মাঝে ২ হাজার টাকা করে ৫৫ জনের হাতে ও সাউন্ড সিস্টেম অপারেটদের মাঝে ১ হাজার টাকা করে ২৬ জনের হাতে এ নগদ অর্থ অনুদান দেয়া হয়।
জানা যায়, এ মেসেঞ্জার গ্রুপ এর মাধ্যমে দেশ/বিদেশের অবস্থানরত শ্রীমঙ্গল এর বিভিন্ন বিভাগের শিল্পীবৃন্দ, সাংস্কৃতিক অনুরাগী ও শুভাকাঙ্খীদের সমন্ময়ে গঠিত মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে ভিন্নধর্মী এক উদ্যোগ গ্রহন করেন সাংস্কৃতিক কর্মী দেলোয়ার হোসেন মামুন, সাংবাদিক বিকুল চক্রবর্তী ও আকাশ রায়। এ মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সবার কাছ থেকে অর্থ সহযোগিতা নিয়ে এ “ভালবাসার অনুদান” বিতরণের আয়োজন করা হয়।

612 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন