২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় লকডাউন ৬ পরিবারকে খাদ্য সামগ্রী দিল ‘লাইট গ্রুপ’

প্রকাশিত: জুন ১৬, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

কুলাউড়া প্রতিনিধি :: করোনা আক্রান্ত রোগীর পরিবার ও প্রতিবেশীদের মধ্যে কুলাউড়া পৌরশহরের ৬ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে দি লাইট গ্রুপের পক্ষ থেকে ৬ টি পরিবারের মধ্যে এই খাদ্য সহায়তা বিতরণ প্রদান করেন কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ।

খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক, কাউন্সিলার মঞ্জুর আলম চৌধুরী খোকন, কুলাউড়া সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, দৈনিক অধিকারের কুলাউড়া প্রতিনিধি এস আর অনি চৌধুরীসহ দি লাইট গ্রুপের সদস্যরা।

খাদ্য সামগ্রীতে ছিল- ২০ কেজি চাল, ৫ লিঃ তেল, ২ কেজি চিনি, আধা কেজি রসুন, ৩ কেজি পেয়াজ, আধা কেজি চাপাতা, আধা কেজি দুধ, ২ কেজি ডাল, ১ বক্স মাস্ক, ১ টি হ্যান্ড স্যানিটাইজার, ১ টি ডেটল সাবান ও ১ টি বল সাবান।

খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়ে মেয়র বলেন, আপনারা কেউ বাড়ীর বাহিরে যাবেন না। আপনাদের কোন কিছু প্রয়োজন হলে আমাকে জানাবেন, আমি আমার পৌরসভার পক্ষ থেকে খাদ্য সামগ্রী ঘরে পাঠাবো।

424 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন