২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

জাতিসংঘের বিশেষ দূত হলেন আবুল কালাম আজাদ

প্রকাশিত: জুন ১৫, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ জাতিসংঘের ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। রোববার প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানান, সিভিএফ ম্যানেজিং পার্টনার, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন বোর্ড প্রেসিডেন্ট বান কি মুন এবং সিভিএফের প্রেসিডেন্ট শেখ হাসিনা যৌথভাবে এ নিয়োগ দিয়েছেন।
আবুল কালাম আজাদ বিসিএস ’৮১ ব্যাচের কর্মকর্তা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন
স্বাধীন বাংলাদেশের স্কাউটিং আন্দোলনের প্রথম পি.আর.এস. অ্যাওয়ার্ড অর্জনকারী ও বাংলাদেশ স্কাউটসের বর্তমান সুযোগ্য সভাপতি আবুল কালাম আজাদ জাতিসংঘের “ক্লাইমেট ভালনারেবল ফোরামের” বিশেষ দূত হিসেবে নিয়োগ পাওয়ায় মৌলভীবাজার জেলার কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে সভাপতি মোর্শেদ আলম ও সাধারন সম্পাদক সামসু উদ্দিন বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার সুস্থ্যতা কামনা করেছেন।

591 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন