১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় ৩’শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী দিল ‘আলীশান ফাউন্ডেশন’

প্রকাশিত: মে ২৩, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী : কুলাউড়ায় করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থদের মাঝে উপহার হিসেব দ্বিতীয় দফায় ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘আলীশান ফাউন্ডেশন’। ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রীতে ছিল- চাল ৫ কেজি, পেঁয়াজ ১ কেজি, তেল ১ লিটার, সেমাই ১ পেকেট ও ১টি মাস্ক।

শনিবার (২৩ মে) দুপুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করে কুলাউড়া উপজেলার মিনার মহল, মুকুন্দপুর, একিদত্তপুর, কৌলা ও আব্দুলপুর গ্রামের তিন শতাধিক পরিবারের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.ছোয়াব আলী।

এ সময় উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন সেচ্ছাসেবী ও ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.ছোয়াব আলী বলেন, ‘দেশের এই দুর্যোগ মুহূর্তে দিনমজুর এবং দরিদ্র মানুষগুলো ঘরবন্দি হয়ে পড়েছে। এ জন্য এসব মানুষের জন্য আমাদের এই ক্ষুদ্র উপহার।’ ভবিষ্যতেও এসব কর্মকাণ্ড সামর্থ অনুযায়ী মানুষের পাশে ‘আলীশান ফাউন্ডেশন’ থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে আরো শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে আলীশান ফাউন্ডেশন।

826 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন