২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

মানবতার ফেরিওয়ালার ভূমিকায় ফ্রান্স প্রবাসী সামাদ খান রাজু

প্রকাশিত: মে ২০, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী :: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না এমন স্লোগানকে বাস্তবায়নের লক্ষে মানবিক দিক বিবেচনা করে জনপ্রতিনিধির মতোই দেশের বর্তমান পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া নিজ ইউনিয়ন ও নিজ এলাকার নিম্ন আয়ের কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছন কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া এলাকার বাসিন্দা, ফ্রান্স প্রবাসী সামাদ খাঁন রাজু। এর ফলে স্থান পেয়েছেন মানবতার ফেরিওয়ালা নামক স্থানটিতে।

পুরো বিশ্ব এখন করোনা ভাইরাস নামক মহামারীতে ছেয়ে গেছে। এমন অবস্থায় আমাদের মধ্যম আয়ের দেশের দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পড়েছে বিপাকে। করোনা রোধে সরকারিভাবে যখন সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে তখন খেটে খাওয়া মানুষেরা নেমে পড়েছে রাস্তায় এক মুঠো আহারের সন্ধানে। তাদের বক্তব্য মতে করোনাই নয়, আমরা মরবো ভাতের অভাবে।

পৃথিবীজুড়েই এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। বাংলাদেশও আজ করোনাভাইরাসের কড়াল থাবায় আক্রান্ত। সারাদেশই এখন লকডাউনের আওতায়। তবে একই সঙ্গে দেশের দুঃসময়ে বীরের ভূমিকায় আবির্ভূত হয়েছেন কিছু পেশার মানুষ। প্রশাসন কিংবা বিভিন্ন ফাউন্ডেশন ও বিভিন্ন সংগঠন অথবা ব্যক্তিগত অর্থায়নে, অনেকেই নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের পাশে এগিয়ে আসছেন।

ঠিক তেমনি কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া এলাকার বাসিন্দা, ফ্রান্স প্রবাসী সামাদ খাঁন রাজুর অর্থায়নে নিজ এলাকায় করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় ৪০ টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

বুধবার (২০ মে) বিকালে বিজয়াবাজারের ফ্রেন্ডশীপ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঘাগটিয়া জামে মসজিদের সামনে অসহায়দের মাঝে ঈদের খাদ্য সামগ্রী (সেমাই, চিনি, তেল, পেঁয়াজ) বিতরণ করা হয়েছে।

এসময় কুলাউড়া থানার এসআই নিরঞ্জন তালুকদার, কনস্টেবল রুহুল আমিন, শিক্ষানবিশ আইনজীবী মোতাহির মিলন, সাংবাদিক এম এ আহাদ, ফ্রেন্ডশীপ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হেলাল আহমদ, ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মায়াজ আহমদ উপস্থিত হয়ে সামাদ খান রাজুর পক্ষ থেকে অসহায় দিনমজুর মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

ত্রাণ সামগ্রী বিতরণ প্রসঙ্গে সামাদ খান রাজু বলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার কর্তৃক লকডাউন ঘোষণার ফলে শ্রমজীবি, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো খুবই বেশি দুর্ভোগে আছে। দুর্যোগের এই মূর্হুতে এসব দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

উল্লেখ্য, এর আগে সামাদ খাঁন রাজু’র অর্থায়নে গত ২৭ মার্চ শুক্রবার সকালে “ফ্রেন্ড শীপ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের” উদ্যোগে আরও অর্ধশতাধিক অসহায় দিনমজুর মানুষের মাঝে চাল, ডাল, আলুসহ ৭ পদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

935 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন