২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন

প্রকাশিত: মে ২০, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলা খাদ্য বিভাগের তত্বাবধানে বুধবার বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী খাদ্য গুদাম প্রাঙ্গনে উপজেলার ভাটেরা ইউনিয়নের প্রান্তিক কৃষক জাহাঙ্গীর আলম এর কাছ থেকে ১ টন ধান ক্রয় করে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রেজার পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ভুকশিমইল ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মনির প্রমুখ।
জানা যায় চলতি বোরো মৌসুমে উপজেলা কৃষি অফিসের তালিকাভূক্ত ২৪০০ জন কৃষকের মধ্যে গত ৭ মে উপজেলা পরিষদ সভাকক্ষে লটারীর মাধ্যমে ৮৪৭ জন কৃষক বাছাই সম্পন্ন করা হয়। বাছাইকৃত কৃষকদের কাছ থেকে সরকারী নির্ধারিত মুল্যে টনপ্রতি ২৬ হাজার টাকা মুল্যে সরকারী খাদ্য গুদামে জনপ্রতি এক টন করে ধান ক্রয় করা হবে। আগামী ৩১ আগষ্ট পর্যন্ত ১১২৯ মেঃ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে বলে খাদ্য অফিসসুত্রে জানা গেছে।

663 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন