২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ময়মনসিংহের নবাগত বিভাগীয় কমিশনার কামরুল হাসান

প্রকাশিত: মে ১৯, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

এম শাকিল রশীদ চৌধুরী: প্রধানমন্ত্রী কার্যালয়ের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মোঃ কামরুল হাসান এনডিসিকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার পদে বদলী করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রনালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ সচিব মোহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত গত ১৪ মে’র এক প্রজ্ঞাপনে কামরুল হাসান এনডিসিকে তার বর্তমান কর্মস্থল থেকে নুতন কর্মস্থলে বিভাগীয় কমিশনার পদে বদলী করা হয়। ঈদের পর তিনি তার নুতন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।
মোঃ কামরুল হাসান এনডিসি ১১ তম বিসিএস করে ১৯৯৩ সালে সরকারী চাকুরীতে যোগদান করেন। চাকুরীতে যোগদানের পর তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগদান করে সিলেট জেলায় ম্যাজিষ্ট্রেট পদে বদলী হন। ১৯৯৫ সালে সিলেট বিভাগ ঘোষনার পর সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনারের ১ম পিএস হিসেবে যোগদান করেন। পরবর্তীতে মৌলভীবাজার সদর ও বালাগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভুমি) পদে দায়িত্ব পালন করেন ও পরে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক কার্যালয়ে বদলী হয়ে ভুমি অধিগ্রহন কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা, ভোলা জেলার লালমোহন উপজেলা ও মনিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ইউএনও পদে দায়িত্ব পালন শেষে মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদে যোগদান করেন। ২০০৯ সালে ধর্ম প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১২ সালের ২৬ ডিসেম্বর মৌলভীবাজার জেলা প্রশাসক পদে যোগদান করেন ও ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে বদলী হয়ে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের উপ সচিব ও যুগ্ম সচিব পদে যোগদান করেন। ২০১৮ সালে নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এর দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে এনডিসি কোর্স সম্পন্ন করে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য পদে দায়িত্বপালনকালে গত ১৪ মে তাকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার পদে বদলী করা হয়। অত্যন্ত মেধাবী, সদালাপী, মানবিক গুনাবলীর অধিকারী ব্যক্তিত্বসম্পন্ন বিভিন্ন গুরুত্বপুর্ন পদের সফল প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামরুল হাসান জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা বাসিন্দা। বিবাহিত জীবনে তিনি ২ ছেলে সন্তানের জনক।

751 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন