২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় করোনায় আক্রান্ত পরিবারের বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

এস আর অনি চৌধুরী :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় করোনা আক্রান্ত একই পরিবারের তিনজনের বাড়িতে প্রধানমন্ত্রীর উপহার পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর নির্দেশনায় করোনা আক্রান্ত পরিবারের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।

করোনা ভাইরাসে আক্রান্ত পরিবারের জন্য ‘‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’’ লিখা ঝুড়িতে উপহারসামগ্রীর মধ্যে ছিল, সয়াবিন তৈল ২ লিটার, ডাল ১ কেজি, পেয়াজ ১ কেজি, ছোলা ১ কেজি, খেজুর ১ কেজি, জিলাপি ১ কেজি, নিমকি ১ কেজি, চিনি ১ কেজি, বাচ্চাদের জন্য চকলেট, ফল মাল্টা, লেবু, সিভিট ও নগদ তিন হাজার টাকা।

এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, কাদিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম প্রমুখ।

উল্লেখ্য, কুলাউড়ায় এখন পর্যন্ত পুলিশ সহ ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রয়েছেন একই পরিবারের ৩ জন। তাঁদের বাড়ি উপজেলার কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে।

981 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন