প্রকাশিত: এপ্রিল ২০, ২০২০
ডেস্ক সংবাদ : বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের উদ্যোগে কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকাতে করোনা ভাইরাসের ফলে দূর্দশাগ্রস্থ লোকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করা হয়। কুলাউড়া সদর ইউনিয়ন ও ভূকশিমইল ইউনিয়নের ৫০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
বিগত সপ্তাহে কুলাউড়া শহর, ব্রাহ্মনবাজার, পৃথিমপাশা ও হাজীপুর এলাকায় আরো ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছিল। শফিউল আলম চৌধুরী নাদেলের নির্দেশনায় সংশ্লিষ্ট এলাকার নেতৃবৃন্দ হতদরিদ্র লোকজনকে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিত করে এই ত্রাণ তৎপরতা চালান। শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, “বর্তমানে ১০০০ জন লোককে সহযোগিতার আওতায় আনলেও এই প্রক্রিয়া চলমান থাকবে। ধীরে ধীরে কুলাউড়ার অন্যান্য অঞ্চলে ত্রাণ সহায়তা পৌছে দেয়া হবে”। তিনি অনাকাঙ্ক্ষিত এই দূর্যোগকালীন সময়ে সকল বিত্তবান ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।