২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়া এনসি স্কুল মাঠে অস্থায়ী কাঁচাবাজার শুরু

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী ঃ মহামারি করোনা ঠেকাতে ব্যক্তিগত সুরক্ষা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কুলাউড়া উপজেলা প্রশাসনের নির্দেশনায় মঙ্গলবার সকাল থেকে শহরস্থ কুলাউড়া এনসি স্কুল খেলার মাঠে কাঁচাবাজার বসানো হয়েছে।
কুলাউড়া থানা পুলিশ, পৌরসভার মেয়র ও কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সহযোগিতায় উত্তরবাজার ও দক্ষিণবাজারের মাছ এবং কাঁচাবাজারের ব্যবসায়ীদের অস্থায়ীভাবে শহরের নবীনচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে তাদের পন্যসামগ্রী নিয়ে বসার ব্যবস্থা করে দেয়া হয়েছে। মাঠে কাঁচা ও মাছ বাজার প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলমান থাকবে।
কুলাউড়া উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে পাঁচ ফুট পর পর বাজার বসার ব্যবস্থা করে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে জনসমাগমের ভিড় এড়াতে লোকজনকে এ বাজারে এসে কেনাকাটা করতে অনুরোধ করা হয়েছে।

885 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন