২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের ৫ সহস্রাধিক পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরন

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহায়তায় করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ৫ সহস্রাধিক পরিবারের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলা প্রশাসন থেকে বরাদ্ধকৃত সরকারি ত্রান বিতরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ইতিমধ্যে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার অগ্রাধিকার তালিকা প্রস্ত‘ত করে ত্রান বিতরন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে ত্রান বিতরণে সামাজিক দূরত্ব রক্ষা করা সম্ভব হচ্ছে না এবং ত্রানের খোঁজে নির্দিষ্ট কিছু লোক প্রতিদিন সারাদিন ঘরের বাইরে স্বাস্থ্যবিধি না মেনে ঘুরে বেড়াচ্ছেন। এতে বিশৃঙ্খলা ও করোনা সংক্রমণের ঝুঁকি থেকে যাচ্ছে। এজন্য ত্রান বিতরণ সমন্বিত ও নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। এ ছাড়া তিনি যেসকল সম্মানিত ব্যক্তি/ প্রতিষ্ঠান ভবিষ্যতে দরিদ্রদের মাঝে ত্রান বিতরণ করতে ইচ্ছুক তাদের উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার নির্ধারিত ফরমে আবেদন করার অনুরোধ জানান। উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সহায়তার আশ^াস দিয়ে ইতিমধ্যে যারা ত্রান বিতরণ করেছেন তাদের সুবিধাভোগীদের তালিকা উপজেলা প্রশাসনকে সরবরাহ করার জন্য অনুরোধ জানান।

517 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন