২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় এসি ল্যান্ডের মোবাইল কোর্টে ৪ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

কুলাউরা প্রতিনিধি কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম খান এর নেতৃত্বে শুক্রবার সকালে উপজেলার পেকুর বাজার, ছকাপন বাজার, ভূকশিমইল, নবাবগঞ্জ, নবীগঞ্জ, বরমচাল, ভাটেরা, শ্রীপুর বাজারসহ বিভিন্ন বাজারে করোনা সংক্রমণ রোধে যৌথ বাহিনীর টহল, সামাজিক দূরত্ব নিশ্চিতকরন, জনসচেতনতাসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সরকারী আদেশ অমান্য করার অপরাধে ২ ব্যবসায়ী ও ৩ মোটরসাইকেল চালককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


অভিযানকালে মোটরসাইকেলের লাইসেন্স না থাকা ও সাইকেলে একাধিক আরোহীসহ অপ্রয়োজনে ঘোরাফেরা করার অপরাধে ৩ মোটরসাইকেল চালককে ২ হাজার ৫ শত টাকা এবং সরকারী আদেশ অমান্য করে বরমচাল এলাকায় দোকান খোলা রাখার অপরাধে ২ ব্যবসায়ীকে ১ হাজার ৫ শত টাকাসহ মোট ৪ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। অভিযানে সেনা বাহিনীসহ কুলাউড়া থানার পুলিশ ফোর্স অংশ গ্রহন করে।

3206 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন