২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কুলাউড়ায় দুঃস্থদের মধ্যে খাদ্য সহায়তা বিতরন শুরু

প্রকাশিত: মার্চ ২৮, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্টঃ কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার দুঃস্থ মানুষের মধ্যে সরকারীভাবে বরাদ্ধকৃত শুকনো খাদ্য সহায়তা বিতরন কার্যক্রম শনিবার থেকে শুরু করা হয়েছে বলে জানা গেছে।
কুলাউড়া উপজেলা কন্ট্রোল রুমসুত্রে জানা যায় মৌলভীবাজার জেলা প্রশাসন থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষনিকভাবে ৭ শত দুঃস্থ পরিবারের জন্য ৭ মেঃ টন চাল ও নগদ ৭০ হাজার টাকা বরাদ্ধ পাওয়া গেছে। কুলাউড়া উপজেলা প্রশাসনের সহায়তায় সরকারীভাবে বরাদ্ধকৃত খাদ্য সহায়তার আওতায় শনিবার প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল ও ১ টি ডেটল সাবানসহ শুকনো খাবারের প্যাকেট বাড়ী বাড়ী পৌছে দেয়ার কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যে পৌরসভাসহ ১৩ ইউনিয়নে ৭ শত দুঃস্থদের তালিকা তৈরী করা হয়েছে এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও টেগ অফিসারদের সহায়তায় শুকনো খাবারের প্যাকেট বাড়ী বাড়ী পৌছে দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে বলে কন্ট্রোল রুমসুত্রে জানা গেছে। শনিবার ইউএনও এটিএম ফরহাদ চৌধুরীর তত্বাবধানে কুলাউড়া পৌরসভা এলাকায় শুকনো খাদ্য সহায়তা বিতরনের মধ্য দিয়ে বিভিন্ন ইউনিয়নে কার্যক্রম শুরু করা হয়।

829 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন