২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুলাউড়ায় এসিল্যান্ডের অভিযানে জরিমানা

প্রকাশিত: মার্চ ২৭, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী :: কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাইম খানের নেতৃত্বে শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলার গাজীপুর, জনতাবাজার ও রাংগীছড়া বাজারে করোনা ভাইরাসের আতঙ্কের সুযোগে চাল বেশি দামে বিক্রি, মূল্য তালিকা না থাকা ও সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া সামাজিক দুরত্ব বজায় রেখে নিত্যপণ্য দ্রব্যাদি ক্রয় বিক্রয় করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেয়া হয়। ঐ সময় স্কুল কলেজের ছুটিতে থাকা ছেলেদের ক্রিকেট খেলায় দেখতে পেয়ে তাদের বাধা প্রদান এবং অপ্রয়োজনে ঘর থকে বের না হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) কে কুলাউড়া থানার পুলিশ সহযোগিতা করে।

516 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন