২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

করোনায় ২৪ ঘন্টায় মৃত্যুর রেকর্ড গড়েই চলছে ইতালি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ইতালিতে একদিনে সর্বোচ্চ ৯১৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ লাখ ৫৭ হাজারে বেশি। আর আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়েছে ইতালি। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৪৯৮জন। আর সবদেশকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ৩২৯ জন।

এমন পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। পরে টুইট বার্তায় ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলায় একসঙ্গে কাজ করছে চীন ও যুক্তরাষ্ট্র। স্পেনে নতুন ৪৯৩ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা চার হাজার আটশ ৫৮জন। এছাড়া ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪১ চিকিৎসক মারা গেছেন বলে জানিয়েছে ব্রিটিশ জাতীয় গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

এদিকে, দেশে দেশে স্বাস্থ্যকর্মী আক্রান্তর বিষয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, আক্রান্তের প্রতি ১০ জনের একজন চিকিৎসক। করোনার অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় ৫ ট্রিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি শীর্ষ ২০ অর্থনীতির দেশের জোট-জি টোয়েন্টির।

563 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন