১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় ভোক্তা অধিকার অভিযানে জরিমানা

প্রকাশিত: মার্চ ২৪, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট ঃ মৌলভীবাজার জেলা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে মঙ্গলবার কুলাউড়া উপজেলার ব্রাক্ষণবাজার, শ্রীপুর মাদ্রাসা বাজার, স্টেশন রোডের চৌমুহনা, বরমচাল বাজারসহ আশপাশ এলাকার বিভিন্ন স্থানে পেঁয়াজ, রসুন, আদা, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকালে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা লংঘন করায় ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে ব্রাক্ষণবাজারের হাফিজ উদ্দিন ষ্টোরকে ১ হাজার টাকা, শ্রীপুর মাদ্রাসা বাজারের রায়হান ষ্টোরকে ১ হাজার টাকা, শহরের ষ্টেশন রোড চৌমুহনীর আদনান ষ্টোরকে ১ হাজার টাকা, বরমচাল বাজারের নাছির ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকাসহ মোট ৪ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ করে আদায় করা হয়। অভিযানে কুলাউড়া থানার পুলিশ ফোর্স অংশ গ্রহন করে।

1445 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন