২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

মুজিব শতবর্ষ উপলক্ষে কুলাউড়ায় নতুন রোড ডিভাইডারের উদ্বোধন

প্রকাশিত: মার্চ ১৯, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

অনি চৌধুরী :: কুলাউড়া শহরের ট্রাফিক জ্যাম নিরসনে কুলাউড়া থানা ও ট্রাফিক বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকালে ‘সড়কে রোড ডিভাইডার সংযোজন’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এ শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে কুলাউড়া থানা ফটকের সম্মুখে নতুন রোড ডিভাইডার কার্যক্রমের উদ্বোধন করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান,কুলাউড়া জোনের ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ট্রাফিক সার্জেন্ট আল আমিন, থানার এস আই সনক কান্তি দাস, টিএসআই আজাদ মিয়া, দৈনিক অধিকারের কুলাউড়া প্রতিনিধি এস আর অনি চৌধুরী, এটিএসআই ফজল কাওসারসহ থানা ও ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কুলাউড়া জোনের ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, শহরের যানজট নিরসনের জন্য পুরাতন কোণগুলি নষ্ট হয়ে যাওয়ায় নতুন ৭০টি রোড ডিভাইডার কোণ সংগ্রহ করা হয়েছে। এসব কোণ উপজেলা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত বসানো হবে।

770 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন