১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

কুলাউড়ায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৬৫হাজার টাকা জরিমানা

প্রকাশিত: মার্চ ১৯, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেস্ক সংবাদ : কুলাউড়া উপজেলায় করোনা ভাইরাসের আতঙ্কের সুযোগে আকস্মিকভাবে পেয়াজের মুল্য বৃদ্ধির অপরাধে বৃহস্পতিবার রাতে এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্র্তীসহ পুলিশের অংশ গ্রহনে বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১১ টা পর্যন্ত শহরের স্টেশন চৌমুহনী, উত্তরবাজার ও ব্রাম্মণবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে স্টেশন চৌমুহনী এলাকায় পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় সিকান্দার স্টোরকে ২০ হাজার টাকা, উত্তর বাজার এলাকায় জসিম এন্ড ব্রাদার্সকে ৩০ হাজার টাকা, জলিল এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা ও ব্রাম্মণবাজার এলাকায় রিংকু কানু স্টোরকে ১০ হাজার টাকাসহ মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী বলেন, জনস্বার্থে ও দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

5785 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন