২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

কুলাউড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

প্রকাশিত: মার্চ ১০, ২০২০

ফেইসবুক শেয়ার করুন

ডেক্স রিপোর্ট : কুলাউড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শিমুল আলীর পরিচালনায় “ দুর্যোগ ঝুকিহ্রাস পুর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি” অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সচেতনতা বৃদ্ধি এবং ব্যাপক প্রস্তুতির মাধ্যমে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগকে প্রশমন করা সম্ভব হবে বলে মতামত ব্যক্ত করেন।
অনুষ্টানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজরাতুন নাঈম খান, কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া থানার ওসি মোঃ ইয়ারদৌস হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ রফিকুল ইসলাম রেনু, মুিক্তযোদ্ধা সাবেক কমান্ডার সুশীল দে, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল আলম, কুলাউড়া অফিসার্স ক্লাব সম্পাদক ডাঃ সুলতান আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আইয়ুব উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মেঃ আব্দুল মতলিব, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মহসিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল বাশার, কুলাউড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বেলায়েত হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, মানব ঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ আব্দুল কাদির ও সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ড. রজত কান্তি ভট্টাচার্য্য ও সম্পাদক গৌরা দে, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম প্রমুখ। সভার পুর্বে এক বণ্যাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিন করে।

595 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন